'আদিপুরুষ' (Adipurush) ফার্স্ট ডে ফার্স্ট শো । টিকিট কেটে হলে ঢুকছেন প্রভাস অনুরাগীরা । নিজেদের সিটে বসে শো শুরুর অপেক্ষা করছেন । তখন মাল্টিপ্লেক্সের ওই সিনেমাহলে আরও একজনও পর্দায় রাম-রাবণের যুদ্ধ দেখার জন্য অপেক্ষা করছেন । তাঁর জন্য আবার বরাদ্দ রয়েছে বিশেষ সিট । আর সকলের মতোই হলে বসে সিনেমা দেখলেন স্বয়ং রামভক্ত হনুমান ।
সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে দেখা যাচ্ছে, একটি সিটে বিরাজমান স্বয়ং বজরংবলী । তাঁকে ফুল, ধূপ, মোমবাতি দিয়ে পুজো করা হচ্ছে । আশীর্বাদ নেওয়া হচ্ছে । জানা গিয়েছে, গোটা সিনেমা চলাকালীন ওই সিটেই রাখা হয়েছিল বজরংবলীকে । উল্লেখ্য, সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। সেই অনুযায়ী একটি আসন বরাদ্দ রাখা হয়ে ওই হলেও ।
শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’। দেশের বিভিন্ন হলে ভোর ৪টে থেকেই শুরু হয়েছে শো । বৃহস্পতিবার মাঝরাত থেকেই হলের বাইরে প্রভাস ভক্তদের ভিড় । বাজি ফাটছে, ঢাকঢোল নিয়ে নাচ চলছে । বেশিরভাগ শো হাউসফুল । সিনেমাকে কেন্দ্র করে প্রভাস অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে ।