বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কর্মসূচির পর গঙ্গাজল দিয়ে এলাকা 'শুদ্ধ' করল তৃণমূল কংগ্রেস। রবিবার সোনারপুরে পদযাত্রা করেন শুভেন্দু। কর্মসূচি শেষ হতেই সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্রের নেতৃত্বে পথে নামে শাসকদল। গোটা এলাকা গঙ্গাজল দিয়ে 'শুদ্ধ' করা হয়। লাভলি বলেন, "সোনারপুরের পবিত্র মাটিকে অপবিত্র করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। তাই আমরা সেই মাটিকে পবিত্র করলাম।"
লাভলি অভিযোগ করেন, শুভেন্দুকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। তিনি দিনের পর দিন বিধানসভার অপমান করেছেন৷ স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছেন। শাসকদলের বিধায়কদের ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়েছে।এই অসভ্যতার প্রতিবাদ
লাভলির এই শুদ্ধিকরণের পাল্টা দিয়েছে বিজেপিও। এ ব্যাপারে স্থানীয় বিজেপি নেতা বলেছেন, “অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন লাভলি মৈত্র। অভিনয় উনার রক্তে রয়েছে। তাই শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর অভিনয় করার ইচ্ছা জেগে উঠেছে।