নিজের ভালবাসার দেশ ছাড়তে বাধ্য হবেন সঙ্গীতশিল্পী লাকি আলি (Lucky Ali)। সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে ফেসবুকে দেশ ছাড়ার হুমকি দিলেন লাকি।
শুক্রবার একটি ফেসবুক পোস্টে (Facebook post) লাকি আলি জানান, এক রিয়েল এস্টেট মাফিয়া তাঁদের ১০০ একর পৈতৃক জমি জবরদখল করেছে ভুয়ো নথি দেখিয়ে। সরকারকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ শিল্পীর। ফেসবুকে তিনি আরও লিখেছেন, এই বেআইনি কাজে কিছু সরকারি উচ্চপদস্থ অধিকারিকরাও যুক্ত। ২০০২ সাল থেকে এই সমস্যা নিয়ে ভুগছেন বলে জানিয়েছেন লাকি। সরকার এবারেও কোনও পদক্ষেপ না করলে তিনি দেশ ছাড়বেন, কথা দিয়েছেন লাকি আলি।
শিল্পীর এই পোস্ট রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, অবিলম্বে এই বিষয়টির প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা দরকার।