আজ জামাই ষষ্ঠী, সকাল থেকেই মিষ্টি আর মাছ নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিচ্ছেন জামাই বাবাজিরা, সঙ্গে আজ ঘরে ঘরে মেয়ের আদরও তুঙ্গে। আম, লিচু, কাঁঠালে সাজবে মেয়ে জামাইয়ের পাত । কিন্তু অভিনেত্রী মধুমিতা সরকারের কাটাচ্ছেন সদা সিঙ্গেল লাইফ। ফুরসৎ পেলেই এদিক ওদিক উড়ে যান তিনি, জামাই ষষ্ঠী নেই তো কী হয়েছে?
Sonakshi Sinha: সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন গোটা 'হীরামান্ডি' টিম, আর কী কী চমক থাকছে?
নিজেই এক গোছা লিচুর প্যাকেট নিয়ে বসলেন মধুমিতা। ছাড়িয়ে টপাটপ পুরলেন মুখেও। সঙ্গে ক্যাপশনে লেখা 'মাই সামার ওয়ালা লভ', মিষ্টি লিচু মুখে পুরে তৃপ্তিতে চোখও বুজেছেন অভিনেত্রী।