ধারাবাহিক দিয়েই বিনোদন জগতে পা রাখা। ছোটপর্দার ‘পাখি’ থেকে বড়পর্দার ‘চিনি’ হয়ে ওঠার লড়াইটা খুব একটা সহজ ছিল না অভিনেত্রী মধুমিতা সরকারের কাছে। কিন্তু অভিনয়ের দক্ষতায় একেরপর এক ছবিতে সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি। এবার রবীন্দ্রনাথের বিখ্যাত চরিত্র ‘চোখের বালি’র বিনোদিনী হবেন মধুমিতা? অভিনেত্রী সেই সাজে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পরনে সাদা শাড়ি, গলায় কাঠের মালা,একদম নো মেকআপ লুকে ‘বিনোদিনী’ মধুমিতার থেকে চোখ ফেরানো দায়। ক্যাপশনে কেবল লিখলেন ”ভুলিতে নাহি পারি।”
Ameesha Patel: চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ আমিশা প্যাটেলের, শর্তসাপেক্ষে জামিন
এর আগে ঐশ্বর্য রাই, অভিনয় করেছেন বিনোদিনীর চরিত্রে। আজও সেই অভিনয় চোখে লেগে রয়েছে দর্শকদের। তবে মধুমিতার এই সাজের নেপথ্যে কোন কারণ ? তা এখনও জানা যায়নি।