টলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সেই ছবিতে সোহম চক্রবর্তীকে দেখা যাবে, এ খবর সামনে এসেছিল আগেই, এবার জানা গেল সেই থ্রিলারে থাকছেন মধুমিতাও।
পরীমনি, সোহম, মধুমিতার মতো তিনজনের উপস্থিতিতে পরিচালক দেবরাজ সিনহা কি থ্রিলারের আঙ্গিকে বুনবেন ত্রিকোণ প্রেমের কোনও গল্প? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
পরিমনী এই প্রথম এপার বাংলার ছবিতে কাজ করবেন৷ ছবির নাম ফেলুবক্সী। চলতি সপ্তাহেই কলকাতায় শুটিং শুরু হচ্ছে।
শুটিং শুরুর আগে পাঁচ দিনের একটি গ্রুমিং ক্লাসে অংশ নেবেন পরীমণি। তার ফাঁকে একটি বিজ্ঞাপনের শুটিংও করবেন তিনি।