আসমুদ্র হিমাচল ঘায়েল হত শুধু তার হাসিতে। মাধুরি দীক্ষিত (Madhuri Dixit)। সেই মাধুরী প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে। ফেব্রুয়ারির শেষে মুক্তি পেতে চলেছে তাঁর নেটফ্লিক্স (Netflix) সিরিজ় ‘দ্য ফেম গেম’ (The Fame Game)। সিরিজ়ের মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজ়ের ট্রেলার। সুপারস্টার অনামিকা হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। তার সন্ধানে নেমে অন্য এক অনামিকাকে চিনতে পারে পুলিশ। আসলে অনামিকা কে? কোথায় হারিয়ে গিয়েছে? এই সব প্রশ্নকে কেন্দ্রে রেখেই আবর্তিত হবে সিরিজ়টি। মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় কপূর। মানব কওলও রয়েছেন ছবিতে।
ইনস্টাগ্রামে সিরিজ়ের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে, খুব তাড়াতাড়ি।’’ তিন বছর আগে মাধুরীকে শেষবার দেখা গিয়েছিল ‘কলঙ্ক’-এ।