সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান সুখবর দিয়ে জানিয়েছিলেন, ফিরছে 'ভুলভুলাইয়া ৩'৷ এবং মঞ্জুলিকাও। এই হরর কমেডি সিরিজের আগের দুটি ছবি এখনও চোখে লেগে রয়েছে দর্শকদের৷ বিদ্যা বালান ফিরছেন ছবিতে, এ খবর তো জানাই গিয়েছিল। শোনা যাচ্ছে, সঙ্গে নাকি এই ছবিতে দেখা যাবে বলিউডের ডান্স ক্যুইন মাধুরীকেও। পর পর দুটি ছবি সুপারহিট, তিন নম্বরটি নিয়েও ক্রমেই বাড়ছে কৌতুহল।
Dadagiri Season 10: 'আজ রাতে যে কী অপেক্ষা করছে!' লোপার ভয়ে কেন কাঁটা জয়?
শোনা যাচ্ছে, ভুলভুলাইয়া ৩-এ দুই সুন্দরী ভূত। একজন মাধুরী দ্বিতীয় জন বিদ্যা। নায়িকা চরিত্রে দেখা যাতে পারে সারা আলি খানকে। আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। পরিচালক অনীশ বাজমিই পরিচালনা করবেন এই ছবির।