মহালয়া (Mahalaya 2022) মানেই মায়ের আগমনী বার্তা । কানে যেন বাজে ঢাকের বাদ্যি । কাশ-শিউলির গন্ধ । আকাশে-বাতাসে পুজোর আমেজ । টলিউড (Tollywood) তারকাদের ইনস্টাগ্রামে প্রোফাইলেও যেন ধরা পড়ল মহালয়াতে সেই পুজোর আমেজ । প্রসেনজিৎ (Prasenjit Chatterjee),ঋতুপর্ণা (Rituparna Sengupta) থেকে দেব (Dev), শুভশ্রী (Subhashree), নুসরৎ (Nusrat Jahan), মিমি (Mimi Chakraborty)...প্রত্যেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মায়ের আগমনীর শুভেচ্ছা । দেবীপক্ষের সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন সকলে ।
মহালয়া মানেই রেডিও । ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ...গায়ে যেন কাঁটা দেয়, চোখে আসে জল । সেই রেডিওর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । অন্যদিকে, প্রসেনজিতের 'কাছের মানুষ' দেব পাঞ্জাবি পরে কাঁধে তুলে নিয়েছেন ঢাক । মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Ankush Hazra : ঐন্দ্রিলা অতীত ! বিদেশিনীর প্রেমে মজেছেন অঙ্কুশ, ব্যাপারখানা কী ?
মহালয়ায় বিশেষ লুকে নজর কেড়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান । লাল পাড় সাদা শাড়ি, কপালে ছোট্ট লাল সিঁদুরের টিপ, হাতে-পায়ে আলতা, খোলা চুল...স্নিগ্ধতায় ভরা সৌন্দর্য্য, যেন দেবীর আরেক রূপ । সবাইকে আগমনীর শুভেচ্ছা জানিয়েছেন নুসরত ।
শাড়িতে, সাবেকিয়ানায় নজর কেড়েছেন মিমি চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায় । দু'জনেই শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন । 'শুভ বিজয়া' সিনেমায় এই লুকেই দেখা যাবে কৌশানীকে । অন্যদিকে, জি বাংলার সিংহবাহিনীরূপে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।
এছাড়া, মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা, সোহম, মীর থেকে তনুশ্রী, যশ ও আরও অনেকে । দুর্গাপুজোয় মেতে উঠেছে গোটা বাংলা ।