এবছর ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (IFFI 2022) আয়োজন করা হয়েছে নভেম্বরের শেষে । জানা গিয়েছে, ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় এই ফিল্ম ফেস্টিভ্যাল (Film Festival) চলবে । ফিল্ম ফেস্টিভ্যালে দেশ-বিদেশ থেকে বাছাই কর মোট ২৫ টি সিনেমা দেখানো হবে । তার তালিকা প্রকাশ করেছে ভারতীয় প্যানোরামা । তার মধ্যে স্থান করে নিয়েছে দু'টো বাংলা সিনেমা । একটা হল অরিন্দম শীলের (Arindam Sil) মহানন্দা ও আরেকটা হল অভিজিৎ সেনের 'টনিক' (Tonic) ।
ইন্ডিয়ানা প্যানোরামা যে 'মহানন্দা'-সিনেমাকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বেছে নিয়েছে, তাতে খুবই খুশি অরিন্দম শীল । সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবরটি শেয়ার করে সিনেমার গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন । সেইসঙ্গে সকল জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । অন্যদিকে, দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের 'টনিক'-ও জায়গা পেয়ে গেল IFFI-এ ।
টনিক ও মহানন্দা ছাড়া আরও ২৩টি ছবি নির্বাচিত করা হয়েছে । তার মধ্যে তামিল, তেলুগু, হিন্দি ,মারাঠি, মালায়লম...বিভিন্ন ভাষায় সিনেমার নাম রয়েছে । হিন্দিতে রয়েছে, দ্য কাশ্মীর ফাইলস, দ্য স্টোরি টেলার, থ্রি অফ আস, সিয়া । অন্যদিকে, তেলুগু সিনেমা ট্রিপল আর-ও রয়েছে তালিকায় । তামিল ভাষার সিনেমা 'জয় ভীম'-ও দেখানো হবে ।
IFFI চলাকালীন প্রদর্শনের জন্য মোট ২৫টি ফিচার ফিল্ম নির্বাচন করা হয়েছে । অন্যদিকে, ২০ টি নন-ফিচার ফিল্মও তালিকায় রয়েছে । প্রতি বছরই ভারতীয় প্যানোরামা বছরের সেরা ভারতীয় চলচ্চিত্রগুলি প্রদর্শনের জন্য এই ফেস্টিভালের আয়োজন করে। নির্বাচিত চলচ্চিত্রগুলি সব অতিথিদের কাছে প্রদর্শন করা হবে। গোয়ায় ৯দিন ব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালের সময় নির্বাচিত চলচ্চিত্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।