বলিউড পেল ছোট্ট আলিয়াকে। রবিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউডের 'গাঙ্গুবাঈ'কে। বেলা গড়াতেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী৷ সুসংবাদে কাপুর আর ভাট পরিবারে খেলে গেল শীতের মিঠে রোদ আর খুশির হাওয়া। হাসপাতাল সূত্রে খবর কোনও কাটাছেঁড়া চাননি অভিনেত্রী। ২৯ বছরে স্বাভাবিক নিয়মেই প্রথম সন্তানের জন্ম দিলেন আলিয়া।
চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বাঁধেন রনলিয়া জুটি। বছর ঘুরতে না ঘুরতেই এবার শোনালেন সুখবর৷ আলিয়া হাসপাতালে পৌঁছনোর আগেই তৈরি ছিলেন কপূর এবং ভট্ট পরিবার। চলতি মাসের ২৮ তারিখ আলিয়ার জন্মদিন, তার আগেই সেরা আগাম উপহারটি পেয়ে গেলেন বলিউডের মিষ্টি অভিনেত্রী।
বাড়িতে বসে অধীর আগ্রহে দাদু হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন মহেশ ভাট। 'নতুন এক সূর্যোদয়ের' অপেক্ষায় ছিলেন তিনি৷ দাদুর কাছে নাতি নাতনির মতো আদরের আর কেই বা হয়? ছোট্ট আলিয়া জন্মের আগে থেকেই যেন দাদু মহেশের চোখের মণি হয়ে রয়েছেন। ভাট পরিবারের খুশি যেন আর ধরছে না। কিন্তু কাপুর পরিবারে সব থেকেও কী যেন একটা নেই। নেই ঋষি কাপুর। ২০২০ সালের ৩০ শে এপ্রিল প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর, তাই কূলের প্রথম কন্যা সন্তানের মুখটুকু আর দেখে যাওয়া হল না তাঁর।