দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর (Shri Atal Bihari Vajpayee) বায়োপিক আসতে চলেছে। রবিবার তাঁর জন্মদিনে প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
অটল বিহারী বাজপেয়ীর জন্ম ২৫ ডিসেম্বর ১৯২৪ সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তাঁর বায়োপিকের নাম দেওয়া হয়েছে 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)।
অটল বিহারি বাজপেয়ীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পঙ্কজ ত্রিপাঠী ছবির সঙ্গে সম্পর্কিত তাঁর লুক শেয়ার করেছেন। যে লুকে তাঁকে দেখা যাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর মতোই একজন কবি, একজন ভারতের নাগরিক এবং একইসঙ্গে একজন দক্ষ রাজনীতিবিদের ভূমিকায়।
আরও পড়ুন- নন্দনে জায়গা পেল না 'প্রজাপতি', কী টুইট করলেন তারকা সাংসদ দেব!
জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রবি যাদব ছবিটি পরিচালনা করেছেন। মিউজিকের দায়িত্বে রয়েছেন সেলিম-সুলেমন। জানা যাচ্ছে ২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। 'ম্যায় অটল হুঁ'-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।