ধুলোকনায় দুজনেই অভিনয় করতেন, তবে জুটি হিসেবে দেখা যায়নি দুজনকে, এবার জুটি আবারও নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছেপুতুল'।
দুই বোনের গল্প নিয়েই নতুন ধারাবাহিক, শ্বেতার বোনের চরিত্রে রয়েছেন তিতিক্ষা দাস। মৈনাক রয়েছেন অধ্যাপকের ভূমিকায় । প্রেমের গল্পই ধারাবাহিকের কেন্দ্রে, তাহলে কি ত্রিকোণ প্রেম? এখনই সে বিষয়ে কিছু জানা যায়নি।
একাধিক চ্যানেলে সম্প্রচারিত হওয়া একগুচ্ছ ধারাবাহিকেরে কোনও না কোনওটা বন্ধ হচ্ছে রোজ। সেখানে দুই বোনের গল্পকি পারবে দর্শককে বুঁদ করে রাখতে?