পাঠান (Pathan) ঝড়ে উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়া খুললেই কখনও রিলস, কখনও বা পাঠানের ভিডিও, যা তরুণ প্রজন্মকে বুঁদ করে রেখেছে। পিছিয়ে নেই রূপটান শিল্পীরাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। কিংবা বলা ভাল অববিকল এক শাহরুখ খানকে। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজনদের।
কানাডাবাসী রূপটান শিল্পী দীক্ষিতা জিন্দাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তিনি ঝুমে জো পাঠান গানের তালে মেকআপ করতে শুরু করেছেন। কিন্তু মেকআপ যখন শেষ করলেন, তখন ভিডিয়োতে দীক্ষিতা নন, দেখা গেল শাহরুখ খানের ঝলক। যা দেখে অনুরাগীরা ভাবতে বাধ্য হবেন, ওই ভিডিয়ো স্বয়ং কিং খানের।
আরও পড়ুন- সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন মুম্বইতে, আমন্ত্রিতদের তালিকায় সিদ্ধার্থের প্রাক্তন?
ইতিমধ্যেই ৫৯ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। যাঁদের মধ্যে বেশিরভাগ নেটিজনেরা দীক্ষিতার রূপটানের তারিফ করেছেন। অনেকেই আবার জানিয়েছেন, দীক্ষিতার পারদর্শিতায় তাঁরা বুঝতেই পারছেন না আসল এবং নকল শাহরুখের তফাৎ।