শনিবার বিকেলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মালাইকা অরোরা (Malaika Arora)। সেখান থেকে ফিরতে গিয়েই বিপত্তি! দুর্ঘটনার (Car Accident) কবলে মালাইকা অরোরার গাড়ি। গাড়ির পিছনের কাচ ভেঙে একেবারের চুরমার হয়ে যায়। তৎক্ষণাৎ আহত মালাইকাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া যায় চিকিৎসার জন্য।
মুম্বই-পুনে হাইওয়ে থেকে ৩৮ কিমি দূরে মালাইকার গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। তিনটি গাড়ি এমনভাবে একে-অপরের সঙ্গে ধাক্কা লেগে যায় যে, প্রতিটিই ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে বাকি দুই গাড়ির চালক পালিয়ে যায়। মালাইকার রেঞ্জ রোভার গাড়িটি দুই গাড়ির মাঝে আটকা পড়ে যায়।
পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে তদন্তের পর FIR দায়ের হবে।
অভিনেত্রীর আঘাত খুব একটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত ভালই রয়েছেন। বোন অমৃতা অরোরা (Amrita Arora) জানিয়েছেন, রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।