সম্পর্কে কি তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সিলমোহর পড়ল? মালাইকা অরোরার ছবি তো সেরকমই বলছে। ইন্সটাগ্রামে নিজের খুব হাসিখুশি একটি ছবি শেয়ার করেছেন মালাইকা। মুখে সামান্য লাজুক ভাবও আছে, ছবির ক্যাপশন 'আই সেইড ইয়েস'! এই ছবি দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে জল্পনা বেড়েছে! কেউ বলছেন মালাইকার এনগেজমেন্ট হয়েছে, কেউ বলছেন নির্ঘাত এটা কোনও রকম প্রচারের অংশ।
বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা-অর্জুন কাপুর। চলতি বছরের শুরুতে একবার দুজনের সম্পর্কে চিড় ধরেছে, এমন গুজব সামনে এলেও পরে সে কথা মিথ্যেই প্রমাণিত হয়। নতুন করে মালাইকার ইন্সটা ক্যাপশন ফের আলোচনায় এনে দিল মালাইকা-অর্জুনকে।
Drowsiness after lunch: লাঞ্চের পর অফিসে বসে ঢুলছেন? জেনে নিন, এমনটা কেন হয় এবং মুক্তি কীভাবে মিলবে
যদিও কফি উইথ করণ, সিজন ৭-এ অর্জুন বলেছিলেন, এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা নেই, বরং কাজেই ফোকাস করতে চান। তবে ভালোবাসায় তো সব হয়, তাই এই রূপকথারও হ্যাপি এন্ডিং-ই চাইছেন ভক্তরা।