‘প্রিন্সেস ফ্রম স্লাম’, যা বাংলা করলে দাঁড়ায় ‘বস্তির রাজকুমারী’। মুম্বইয়ের ধারাভি বস্তির বছর চোদ্দ-র মেয়ে মালিশা খারওয়ার এখন মায়ানগরীর রাজকুমারীই বটে। যেখানে শ্যামবর্ণ মেয়েদের মডেল ভাবাই হয় না সচরাচর, সেই ভাবনায় কার্যত থাপ্পড় কষিয়েছেন মালিশা। বস্তির সাধারণ একটি মেয়ের ছবি এখন বিলাসবহুল বিউটিব্র্যাণ্ডের পোস্টারে, হোর্ডিং-এ। ‘ফরেস্ট এসেনশিয়ালসের’ মুখ তিনি। ২০২০ সালে মুম্বইয়ে মালিশার খোঁজ পান হলিউড অভিনেতা ও চিত্র পরিচালক রবার্ট হফম্যান। তারপরেই ভাগ্য বদলায় তাঁর।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরাট আধিপত্য। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারেও বেশি। একাধিক ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করেচেন তিনি। তবে এর পাশাপাশি পড়াশোনাটাও এগিয়ে নিয়ে যেতে চান ‘প্রিন্সেস ফ্রম স্লাম’।