মেয়ে মালতীর ছবি প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) । মিষ্টি হাসিতে ফার্স্ট লুকেই সব নজর কেড়ে নিয়েছে খুদে । সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল । একইসঙ্গে আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করছে । কার মতো দেখতে হয়েছে মালতী মেরি চোপড়া জোনাস (Malati Marrie)? বাবা নাকি মা...কী বলছেন নেটিজেনরা ?
নেটিজেনদের অধিকাংশই বলছেন, মেয়ের মুখ বাবার মতোই হয়েছে । মালতীকে দেখতে হুবহু নিক জোনাস (Nick Jonas) । সম্প্রতি হলিউড ওয়াক অফ ফেম অনুষ্ঠানে জোনাস ভাইদের সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা । সঙ্গে ছিল একরত্তি । সেখানেই মেয়ের মুখ প্রকাশ্যে এসেছে ।
আরও পড়ুন, Priyanka Chopra Daughter: এক গাল মিষ্টি হাসি, অবশেষে কন্যা মালতির ছবি প্রকাশ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা
ছবিতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কার কোলে বসে আপনমনে খেলছে মালতী, কখনও বা ছটফটে চোখে দেখে ফেলছে চারিপাশ। তাকে সামাল দিতে প্রিয়াঙ্কাও কার্যত হিমসিমই খাচ্ছেন যেন ৷ এদিন, খুদের পরনে সাদা সোয়েটার মাথায় সুন্দর একটি সাদা ব্যান্ড । এক গাল হাসিতে নেটিজেনদের মন কেড়েছে প্রিয়াঙ্কা কন্যা ।