প্রয়াত বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Avijit Banerjee) । তাঁর সুরে একসময় গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা । বর্ষীয়ান সুরকারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন , "বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল ৯০ বছর ।" অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন ।
আরও পড়ুন, Sadhan Pande : প্রয়াত মন্ত্রী সাধন পান্ডেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি, নিমতলা শ্মশানে শেষকৃত্য আজ
তিনি আরও জানান, তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা । তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম : অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ । সুরারোপিত উল্লেখযোগ্য গান : ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি । তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।