আগামী মাসেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার আগেই বৃহস্পতিবার বিধানসভায় চলচ্চিত্র উৎসবে উপস্থিত সম্ভাব্য অতিথিদের নাম খোলসা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শীতকালীন অধিবেশন শেষে বিধানসভা থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব।
জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান সহ একঝাঁক তারকা। বিশেষ আমন্ত্রণ জানানো হবে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। তবে শাহরুখ আসতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয় বলেও জানান মুখ্যমন্ত্রী।
চলচ্চিত্র উৎসবের ২৮তম বর্ষে থাকছে নানা চমক। এবারে থাকছে মোট পাঁচটি ক্যাটাগরি। তালিকায় রাখা হয়েছে আন্তর্জাতিক চলমান ইমেজের উদ্ভাবন, ভারতীয় ভাষার ছবি, এশিয়ান NETPAC পুরস্কার, তথ্যচিত্র বিভাগ, শর্ট ফিকশন বিভাগ। উক্ত বিভাগগুলিতে নির্বাচিত ছবিগুলিকে পুরস্কৃত করা হবে বলেই খবর। এছাড়াও একাধিক আন্তর্জাতিক এবং বাংলা প্যানোরামা সিনেমা দেখানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ফলে শীতের মিঠে-কড়া রোদ গায়ে মেখে সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে যাঁদের, তাঁদের জন্য আগাম সুখবর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।