সেপ্টেম্বরের শেষে চারহাত এক হচ্ছে রাঘব চড্ডা, পরিণীতি চোপড়ার (Raghav-Parineeti Wedding)। তাতেই আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
G20 সম্মেলনের নৈশভোজে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। উঠেছেন বঙ্গ ভবনে, সেখানেই নাকি মমতাকে নেমন্তন্ন করেতে গিয়েছিলেন পাত্র স্বয়ং। শোনা যাচ্ছে, সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
গত ১৩ মেরাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। ২৪ সেপ্টেম্বর বিয়ে, আর ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড় তাজে রিসেপশন হবে ৩০ সেপ্টেম্বর। আমন্ত্রিত ২০০ জন অতিথির মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীরও থাকার সম্ভাবনা প্রবল।