‘আমাকে টান মারে রাত্রি-জাগা নদী
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায়
মধ্যরাত্রির বন্ধ দ্বার।’
পদাতিকের ১০০। আজ থেকে শতবর্ষ আগে, সালটা ১৯২৩ আজকের দিনেই ফরিদপুরে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের ‘ভুবন সোম’ । কলকাতার ভিতরের জরাজীর্ণ হাড়পাঁজর মৃণাল সেনের ছবিতে ভেসে উঠেছে বারবার । দর্শকরা উপহার পেয়েছেন 'রাতভোর', 'বাইশে শ্রাবণ', 'পদাতিক' -এর মতো কিছু কালজয়ী সৃষ্টি । শিল্পীর মৃত্যু হয়েছে, কিন্তু তাঁর শিল্প আজও বেঁচে, আজও একই রকমভাবে প্রাসঙ্গিক । এই প্রবাদপ্রতিম শিল্পী তথা চলচ্চিত্রকারের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।