‘মিঠাই’ দিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার এই ধারাবাহিকের পর দর্শকদের মনে গেঁথে গিয়েছে তাঁর অভিনয়। এরপর দেবের সঙ্গেও ছবি করে ফেলেছেন তিনি। আসছে নতুন ছবি ‘১০ জুন !’ এত দিন কাজ নিয়েই ডুবে ছিলেন মিঠাই। সক্রিয় রাজনীতির সঙ্গে তিনি কোনও দিনই যুক্ত ছিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় প্রিয় পাত্রী তিনি।
দিদির ডাকে কখনও তিনি ছুটে যান ২১ জুলাইয়ের মঞ্চে কখনও বা কার্নিভালে। মিঠাইকে দেখলে তাঁকে ‘আদর’ও করে দেন মুখ্যমন্ত্রী। প্রতিবছর পাঠান পুজোর উপহার। এবছরও সেই রীতিতে ছেদ পড়েনি। সৌমিতৃষা জানিয়েছেন, এবছরও তাঁকে সুন্দর একটি শাড়ি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই শাড়ির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ‘দিদি’কে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। ঘিয়ে রঙের একটি বিশ্ববাংলার শাড়ি পাঠিয়েছেন তিনি ‘মিঠাই’কে। সঙ্গে সাদা সুতোর কাজ। সেই ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, “ধন্যবাদ দিদি, পুজোয় এত সুন্দর উপহার দেওয়ার জন্য।”