করোনা (Coronavirus) এবং ওমিক্রনের (Omicron) আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২২ (Kolkata International Film Festival 2022)। এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তবে সেটি ভার্চুয়ালি।
নাইট কার্ফু নিয়ে এখনও টানাপোড়েন থাকলেও বুধবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ জানুয়ারি নজরুল মঞ্চের বদলে নবান্ন সভাগৃহ থেকে ভার্চুয়াল উদ্বোধন হবে উৎসবের।
Mamata Banerjee: স্কুল-কলেজ এখনই বন্ধের কথা তিনি বলেননি, জানালেন মুখ্যমন্ত্রী; আর কী বললেন মমতা?
উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী জানিয়েছেন, অতিমারি (Coronavirus) সাময়িক নিয়ন্ত্রণে আসায় ঠিক হয়েছিল নজরুল মঞ্চে বড় করে হবে উদ্বোধনী অনুষ্ঠান। থাকবেন মমতা। কিন্তু ওমিক্রন তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে, নবান্ন থেকেই হবে ভার্চুয়াল উদ্বোধন।