জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ধারাবাহিকে চার গৃহবধূর গল্প, মন কেড়েছে দর্শকদের।
ধারাবাহিকের তিন মূর্তি ২০২৪কে স্বাগত জানালেন ‘লুটপুট গ্যায়া’র হুক স্টেপ নেচে। ধারাবাহিকের শতদ্রু, শিমূল এবং স্নেহাকে জমিয়ে শাহরুখের গানে নাচতে দেখা গেল। সেই রিল শেয়ার করেছে জি বাংলা।
New Year-Srijit-Anupam : ‘সেই মানুষটা আর নেই’, যিশুর পার্টিতে অনুপমের গান, হালকা মেজাজে সৃজিত, সৌরভরা
ধারাবাহিকে দেখানো হচ্ছে, শ্বশুরবাড়িতে মনের কথা বলার লোক নেই । একটার পর একটা অশান্তি লেগে রয়েছে শিমূলের জীবনে । কিন্তু, অন্যায় সহ্য করে না সে । প্রতিবাদ করতে জানে । তাই শ্বাশুড়িমাকেও এখন নিজের দিকে টানতে পেরেছে শিমূল। আর তার জোর হয়ে রয়েছে পাড়ার দিদিরা।