কোভিড আক্রান্ত হয়ে চেন্নাই-এর অ্যাপোলো হাসপাতালে ভর্তি জনপ্রিয় পরিচালক মণিরত্নম (Maniratnam)। গত সপ্তাহেই, তাঁর পরিচালিত 'পন্নিইন সেলভন' -এর টিজার লঞ্চ অনুষ্ঠানে দেখা গিয়েছিল মণিরত্নমকে।
ছবির টিজার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের অনেকেই। তবে মঞ্চে কোভিডবিধি (Covid protocol) মানতে দেখা যায়নি কাউকেই।
করোনার প্রথম ঢেউ-এর সময় একবার খবরে এসেছিলেন পরিচালক। বিদেশ থেকে ফেরার পর পুত্র সহ আইসোলেশনে চলে গিয়েছিলেন তাঁরা।
Bhupinder Singh Passes Away: 'নাম গুম যায়েগা', প্রয়াত সংগীত শিল্পী ভূপিন্দর সিং
'পোন্নিয়্যান সেলভান’ ছবিতে ডবল রোলে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwariya Rai Bachhan)। তার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। ‘হাম দিল দে চুকে সনম’-এও অ্যাশের চরিত্রটির নাম ছিল নন্দিনী।
নতুন করে দেশজুড়ে আছড়ে পড়ছে করোনার চতুর্থ ঢেউ। ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।