শেক্সপিয়ার বলেছিলেন, নামে কী বা আসে যায়! কিন্তু আসলে যে নামেই আসে যায়, হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃনমূল সাংসদের সঙ্গে হুবুহু নামের মিল, পদবীতেও। মমতার ভাইপো বলেই অভিনেতাকে ভুল করছেন অনেকেই।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিষেক জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো ভেবে অনেকেই টুইটারে বিভিন্ন রাজনৈতিক পোস্টে ট্যাগ করে দেন তাঁকে। আবার বিনোদন জগতের আরও এক চিত্রনাট্যকারও সাংসদের নেমসেক, তার সঙ্গেও গুলিয়ে ফেলছেন অনেকেই।
তবে নাম বিভ্রাটের জালায় তিতিবিরক্ত হয়েও নাম পাল্টানোর কথা ভাবছেন না 'ভেড়িয়া'র অভিনেতা, বরং নিজের নামেই পরিচিত হতে চাইছেন।
‘স্ত্রী’, ‘পাতাললোক’ সহ বেশ কয়েকটি হিন্দি সিরিজে অভিষেকের অভিনয় ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকের।