প্রায়ই তাঁর বাড়িতে তারকা সমাগম হয়। বলছি পরিচালক অরিন্দম শিলের কথা। আবার প্রাক বৈশাখ আড্ডা তাঁর আরবানার বাড়িতে। টলিউডের একঝাঁক তারকা মুখেদের দেখা হল, আড্ডা হল, সেই গেট টুগেদারে। রঙ্গিন একগুচ্ছ ছবি পরিচালক নিজেই শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, রুদ্রনীল ঘোষেরা ছিলেন সেই পার্টিতে। সস্ত্রীক দেখা গেল আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্তকেও। সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, স্ত্রী জয়া শিলও ছিলেন পার্টিতে। সুরিন্দর ফিল্মস এর নিশপাল সিং, ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্ত মোহতা কেউই বাদ পড়লেন না।
KKR Celebration in Hotel: গুজরাতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়, আমেদাবাদের হোটেলে নাইটদের উদযাপন
তবে পরিচালক তার ফেসবুক পোস্টে জানিয়েই দিয়েছেন, রাজনীতি বা অন্য সব বাদ রেখে নিছকই ভাল লাগা থেকে আড্ডা মেরেছেন তারকারা।