কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা । ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল মরাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের (৩২) । বেশ কয়েকটি মরাঠি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি । মরাঠি ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ তিনি । শনিবার রাতে বাড়ি ফেরার সময় মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় ঘটে যায় দুর্ঘটনা । তাঁর মৃত্যুতে শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র জগতে ।
জানা গিয়েছে, ধারাবাহিকে কাজ করার পাশাপাশি সম্প্রতি একটি রেস্তরাঁ খুলেছিলেন কল্যাণী । শনিবার রাত ১১টা নাগাদ সেখান থেকেই ফিরছিলেন । বাড়ি ফেরার সময় একাই বাইক চালিয়ে যাচ্ছিলেন । সে সময়ই সাংলি-কোলাপুর রোডে একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে । গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ ।
‘তুজ্যত জীব রঙ্গালা’ ধারাবাহিকে দেখা যেত ওই অভিনেত্রীকে । এছাড়া, দ্যাখ্যাঞ্জ রাজা জ্যোতিবা ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে । রিলস ভিডিও বানাতে ভালবাসতেন অভিনেত্রী । তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই তার প্রমাণ পাওয়া যাবে ।