অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এর জাঁকজমক প্রায় বিশ্বরেকর্ড গড়ার মুখে। প্রাকবিবাহের এমন এলাহি আয়োজন, তিন দিন ধরে দেশ বিদেশের তারার হাট আগে দেখেনি জামনগর। গোটা অনুষ্ঠানে তৈরি নানা মজার মজার মনে রাখার মতো মুহূর্ত। মুকেশপুত্রের সঙ্গে জুকারবার্গ দম্পতির আলাপও তেমনই এক মুহূর্ত। হবু বরের হাতের ঘড়ি দেখে অবাক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা। সঙ্গে সঙ্গেই মার্ককে জানিয়ে দিলেন 'তাঁরও একটা চাই-ই চাই!
খোলা আকাশের নীচে একটু হালকা ছন্দে ঘুরছিলেন আড্ডা দিচ্ছিলেন মার্ক জুকারবার্গ এবং স্ত্রী প্রিসিলা। অনন্তের সঙ্গে কথার মাঝেই প্রিসিলার চোখ অনন্তের কব্জিতে। আসলে হাতের ঘড়িটি বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড অডেমার্স পিগোয়েটের এবং কিঞ্চিত দামি। বাজারমূল্য ১৪ কোটি। জুকারবার্গ দম্পতির রীতিমতো মনে ধরে যায় তা। মার্ক স্বীকার করেন, ঘড়ির শখ তাঁর নেই বললেই চলে, কিন্তু এই ঘড়িটা দেখে মনে হচ্ছে পরতেই হবে। প্রিসিলা তো বলেই ফেললেন, তাঁর ওটা চাই। ছ
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর