ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনের আড়ালে কিছুটা চাপাই পড়ে থাকে এই মানুষটার জন্মদিন। ঋষি অরবিন্দ (Sri Aurobindo)। আজ তাঁর ১৫০ তম জন্ম বার্ষিকী। সেই উপলক্ষেই বিদেশ মন্ত্রকের তরফে তাঁকে নিয়ে তৈরি ছবির স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা। ছবির নাম 'শ্রী অরবিন্দঃ দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি'। কেন্দ্রের 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষেই এই ছবির স্ক্রিনিং এর ব্যবস্থা।
আলিপুর বোমা মামলার অন্যতম কাণ্ডারি, প্রথম জীবনে যিনি ীক্ষিত ছিলেন বিপ্লবের মন্ত্রে, সেই তিনিই পরে আধ্যাত্মিকতার পথে হাঁটলেন, সেই সময়টাই তুলে ধরা হয়েছে ছবিতে। নাম ভূমিকায় বিক্রান্ত চৌহান। ছবির পরিচালনায় সুরজ কুমার।