৬ মার্চ বিয়ে করছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। রেজিস্ট্রির খবর প্রথমে আড়ালে থাকলেও বিয়ে নিয়ে রাখঢাক নেই দু'জনেরই। বিয়ে ধূমধাম করে হলেও সাংবাদিকদের আমন্ত্রণে কাঞ্চনের আপত্তি রয়েছে, ফেসবুকে পোস্ট করে মিডিয়ার পরিচিত বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিলেন হবু কনে শ্রীময়ী।
প্রেম দিবসে রেজিস্ট্রি সেরেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং টেলিপাড়ার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সইসাবুদের একগুচ্ছ ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দুজনেই। ৬ মার্চের বিয়েতে গণমাধ্যমের প্রবেশের অনুমতিতে কাঞ্চনের আপত্তি রয়েছে, পোস্ট করে তাও জানিয়ে দিয়েছেন হবু কনে।
রেজিস্ট্রি আর বিয়ের মাঝে একসঙ্গে সময়ও কাটিয়েছেন যুগল। একসঙ্গে ছবি পোস্ট না করলেও শ্রীময়ীর একগুচ্ছ ছবির ফটো কার্টসিতে কিন্তু 'মিস্টার মল্লিকের' নাম।