প্রথম ধারাবাহিক দিয়েই সকলের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন সকলের প্রিয় পিলু ওরফে অভিনেত্রী মেঘা দাঁ। তার আগে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শো-তেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। একসময় মেঘার ধারাবাহিক পিলু TRP তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষে থাকত। কিন্তু পিলু শেষ হওয়ার পর দীর্ঘদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। তাঁকে ফের পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সুখবর খুব শিগগিরিই নাকি জি বাংলার ধারাবাহিকে ফিরছেন মেঘা। ফুলকিতেই নাকি এন্ট্রি হতে পারে তাঁর।
Javed Akhtar: শাবানাকে চুমু খাচ্ছেন ধর্মেন্দ্র, স্ত্রীকে দেখে জাভেদ আখতারের প্রতিক্রিয়া কী ?
ডান্স বাংলা ডান্স ১১-এর ফাইনালিস্ট মেঘার অভিনয়ে আসা 'পিলু'-র হাত ধরে । মেঘার কথায়, পিলু তাঁকে অনেক কিছু দিয়েছে । যা তিনি কোনওদিনও ভুলবেন না । সবশেষে তিনি জানিয়েছিলেন , 'মেঘা পিলুকে খুব মিস করবে.. আজীবন'। তারপর থেকে মেঘকেও মিস করতে শুরু করেন অনুরাগীরা। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে।