বাংলা বিনোদন জগতে আবারও মিটুর অভিযোগ। 'সোহাগ জল' ধারাবাহিকের পরিচালক সুমন দাসের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন টেলিপাড়ার এক উঠতি অভিনেত্রী পুজা কুলে । ফেসবুক লাইভের মাধ্যমে তিনি সেই অভিজ্ঞতা সামনে এনে বাংলা টেলি ইন্ডাস্ট্রির কাছে আবেদন জানিয়েছেন, অভিযুক্তকে কাজ দেওয়া বন্ধ করা হোক।
অভিযোগকারিনীর নাম পূজা কুলে। পরিচালক সুমন দাস তাঁকে কী প্রস্তাব দিয়েছিলেন, ধর্ষণের চেষ্টা করেন, কীভাবে বেরোতে পেরেছেন, সবই বিশদে ফেসবুক লাইভে বর্ণনা করে, টেলিপাড়ার বাকিদের, যাদের একই রকম অভিজ্ঞতা হয়েছে, তাঁদের মুখ খোলার আর্জি জানান। পূজা এও বলেন অভিনেত্রী তৃণা সাহা, তাঁর মুখ বন্ধ করতে চেয়েছিলেন, কাজ হারানোর ভয়ে।
Shahrukh Khan: 'ডাঙ্কি'র র্যাপ আপের পরেই উমরাহ করতে মক্কায় কিং খান, ভাইরাল হল ছবি ভিডিও
সমগ্র লাইভটি শেয়ার করে পূজার পাশে দাঁড়িয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।