উড়ান সংস্থার পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিমান সংস্থার দেওয়া খাবারে চুল ছিল বলে অভিযোগ। টুইট করে এমিরেটস উড়ান সংস্থার কাছে জবাবদিহি চাইলেন তিনি।
মিমি চক্রবর্তী টুইট করে ওই বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন। উড়ান সংস্থার উদ্দেশে মিমি টুইটারে লেখেন, "আমার মনে হয়, আপনারা এত বড় হয়ে গিয়েছেন, যে আপনাদের যাত্রীদের নিয়ে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল কোনও ছোট ব্যাপার নয় বলেই ধারণা। আপনাদের
পক্ষ থেকে উত্তর বা ক্ষমা কিছুই আসেনি।" খাবারের প্লেটের ছবি দেন তিনি। জানান, "এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল।"
প্য়ারিসে জন্মদিন পালন করতে গিয়েছিলেন অভিনেত্রী। মঙ্গলবারই দেশে ফিরেছেন তিনি। ইনস্টাগ্রামে বাড়ি ফিরে ছবিও দেন অভিনেত্রী।