আর মাত্র কয়েকটি সপ্তাহের অপেক্ষা। তারপরেই বড়পর্দায় দেখা যাবে মিমি চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়ের জুটি। প্রেমেন্দু বিকাশ চক্রবর্তীর নতুন ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ছবির নাম 'আলাপ'। প্রযোজক সুরিন্দর ফিল্মস।
মিমি-আবীরের যুগলবন্দী কেমন হবে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। ইন্সটাগ্রামে দুজনকেই শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। এবার দেখার বক্স অফিসে কতটা সফল হয় মিমি-আবীরের জুটি।
আগামী ২৬ এপ্রিল রিলিজ করছে 'আলাপ'। এই প্রথম জুটি বেঁধে কাজ করবেন
মিমি এবং আবীর৷ কয়েক মাস আগেই বক্স অফিসে বেশ ভালো ঝড় তুলেছিল রক্তবীজ। তাতে মিমি, আবীর দুজনেই ছিলেন৷ কিন্তু জুটি হিসাবে নয়৷ কাজেই দুজনের কেমিস্ট্রি কতটা জমল, কতটা গাঢ় হল আলাপ, তা জানতে অপেক্ষা ২৬ এপ্রিলের।