মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী— বিখ্যাত ধারাবাহিক ‘গানের ওপারে’-র জনপ্রিয় জুটি ফের বড় পর্দায়। ২ ডিসেম্বর বড় পর্দায় আসছে অরিন্দম শিলের নতুন থ্রিলারধর্মী ছবি 'খেলা যখন'। ছবির পোস্টার মুক্তি পেল সদ্য। এর আগে ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
আড়াই বছর আগেই নাকি ছবির শুটিং হওয়ার কথা ছিল। প্রথমে অন্য নানা কারণে, পরে অতিমারীর জন্য পিছিয়েছে শুটিং।
পোস্টারে মিমি-অর্জুন ছাড়াও দেখা যাচ্ছে সুস্মিতা চট্টোপাধ্যায়কে।
ছবির সংগীত পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন বিক্রম ঘোষ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা বরুণ চন্দকেও।
এর আগে নানা থ্রিলারে নিজের মুন্সিয়ানা বুঝিয়েছেন অরিন্দম শিল, এবারেও তাই 'খেলা যখন' নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক।