ছোট শহরে বড় হয়ে টলিউড দাপিয়েছেন। রাজনৈতিক অতীত নেই, তবু প্রথমবার ভোটে জিতেই সোজা সাংসদ হয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। নিজের নিজের পায়ের তলার জমিটুকু পোক্ত করেছেন মিমি। আজ অভিনেত্রী সাংসদের ৩৩ বছরের জন্মদিন।
গানের ওপারে-র পুপের চরিত্রেই প্রথম জনপ্রিয় হয়ে ওঠা, তারপরই চলে আসা বড় পর্দায়।
বিতর্ক যে একেবারে দানা বাঁধেনি তাঁকে নিয়ে এমনটা নয়। তবে কেরিয়ার থেকে ফোকাস সরেনি মিমির। একই সঙ্গে সমান তালে অভিনয় করেছেন কমার্শিয়াল এবং খানিকটা ছক ভাঙা ছবিতে। খুব শিগিগির হিন্দি ছবিতেও দেখা যাবে তাঁকে।
Mimi Chakraborty: মিমি চক্রবর্তী এবার হিন্দি ছবিতে! সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল
শুধু অভিনয়েই থেমে থাকেননি। প্রায়শই নানা মিউজিক ভিডিও-তে দেখা যায় মিমিকে, শোনা যায় তার গলায় গান। টলিউডে মিমির ইমেজ বেশ ডাকাবুকোই। রাখঢাক করে কথা বলা তাঁর ধাতে নেই।