এখন ঘরে ঘরে সর্দি-কাশি, জ্বর । অভিনেত্রী তথা তারকা-সাংসদও জ্বরে ভুগছেন বেশ কয়েকদিন ধরে । মুখে স্বাদ নেই । কোনও খাবার খেতেই ভাল লাগছে না । তাহলে উপায় ? মুখের অরুচি কাটাতে এবার নিজেই হাতা-খুন্তি হাতে তুলে নিলেন তারকা সাংসদ । একেবারে পাকা রাঁধুনির মতোই নিজের জন্য বানালেন স্পাইসি ভেজি স্যুপ । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই রেসিপি ।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, কড়াইতে তেল গরম করে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিলেন অভিনেত্রী। তার পর পেঁয়াজ,রসুন হালকা ভেজে নিয়ে গাজর, ব্রকোলি, আলু, কুমড়ো, মাশরুম, পনির আর ঝাল সস্ দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে ডাল সেদ্ধ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছু ক্ষণ ঢিমে আঁচে রান্না করলেন । তবে, রান্নার ফাঁকে ফাঁকে কখনও কাঁচা পনির, কখনও কলা খেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ।
স্যুপটা নাকি খেতেও দারুণ হয়েছে । নিজের রান্নার সার্টিফিকেট নিজেই দিয়েছেন অভিনেত্রী । জ্বর হলে আপনিও কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটি ।