মিমির যে পায়ের তলায় সর্ষে, সেকথা কম বেশি সকলেরই জানা। একটু ফুরসৎ পেলেই তিনি উড়ে যান যেদিকে দু’চোখ যায়। যেন ডানা দুটো থাকলে পাখিই হতেন। এবার দুবাইয়ে সেই শখ মিটল মিমির। মাঝ আকাশ থেকে স্কাই ডাইভ করে শূন্যে ঝাঁপ দিলেন অভিনেত্রী।
Mohammed Shami : ভারতীয় দলকে শুভকামনা, কিন্তু শামিকে নয়, বিস্ফোরক প্রাক্তন স্ত্রী হাসিন জাহান
অনেকদিন ধরেই এই অভিজ্ঞতা চেখে দেখার ইচ্ছে ‘বাকেট লিস্টে’ ছিল অভিনেত্রীর। ট্রেনার ম্যাক্সের সহায়তায় নীল জলরাশি, পাহাড়ের উপর ভেসে বেড়ালেন তিনি ,সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই ভাইরাল হয়েছে।