গত সপ্তাহেই হইহই করে শেষ হল সপ্তাহব্যাপী চলা ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF)। উদ্বোধনী অনুস্থান- থেকে শুরু করে বিশেষ কোনও ছবির স্ক্রিনিং এ বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখেদের দেখা গেছে হরদম। তবে আশ্চর্যজনক ভাবে দেখা যায়নি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। সম্প্রতি তিনি জানালেন, ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে।
বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, তাঁর লেটার বক্সে কার্ড এসেছিল শুধু, আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।’’
Debesh Chatterjee: তাঁর ছবিতে যৌনতা-গালাগাল নেই, হইচই-এর 'U/A' তকমায় ক্ষুব্ধ দেবেশ চট্টোপাধ্যায়
টলিউডের একেবারে প্রথম সারির মুখকে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ! অবাক হয়েছেন 'মুখ্যমন্ত্রীর কাছের মানুষ' হিসেবে পরিচিত মিমি নিজেও।
তবে মিমির দাবি, ২০১৯ থেকেই এই আচরণ শুরু হয়েছে, ২০১৯-এর চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর নাম অবধি সঠিক ভাবে বলা হয়নি। কাকতালীয় ভাবে ২০১৯-এর চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পরিচালকের সঙ্গে এক্সময়ে ঘনিষ্ঠতা ছিল অভিনেত্রীর। পরে তা অবশ্য তিক্ততার মধ্যে দিয়েই শেষ হয়। তবে কি তাঁকেই নিশানা করলেন মিমি?