পচা এই গরম কালের ভাল যদি কিছু থেকে থাকে, তা হল আম। বাঙালি কার্যত এই মিঠা রসালো ফলের জন্য সারাবছর অপেক্ষা করে থাকে। অভিনেত্রী মিমি চক্রবর্তীর একই ধারণা। কিন্তু আমে তো থাকে ভরপুর ক্যালোরি। তাই আম খাওয়ার আগে ঘাম ঝরালেন অভিনেত্রী। সকাল সকাল ওয়ার্ক আউট সেরে মিমির ভরসা পাকা মিষ্টি আমই।
শনিবাসরীয় সকালে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে দেখা গিয়েছে স্পোর্টস ব্রা, আর শর্টস পরে ঘেমে নেয়ে একসা মিমি। তারপর এক ঝুড়ি পাকা আমের ছবি শেয়ার করেছেন মিমি।
Rachana Banerjee: বঙ্গ ভোটে মিমারদের ‘টার্গেট’ রচনা, বিরক্ত বাংলার ‘দিদি নং ওয়ান’
এই মুহূর্তে, টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী। হাতে তাঁর একের পর এক কাজ। আগের লোকসভা মরশুমে তিনি ছিলেন যাদবপুরের প্রার্থী। এবার আর সেসবের মধ্যে নেই তিনি। চুটিয়ে ঘুরছেন , অভিনয় করছেন আর ফুরসৎ পেলেই সময় কাটাচ্ছেন পোষ্যদের সঙ্গে।