আয় খুকু আয়, কিশিমিশ, রাবণ, বেলাশুরু, মিনি, একের পর এক বাংলা ছবি মুক্তি পাচ্ছে হলে। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, ঠিক করতে পারছেন না? ছোটদের কিন্তু দারুণ মজা। গরমের ছুটি পড়ে গিয়েছে। আচ্ছা, সে কারণেই কি গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? আনন্দ ধরছে না মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)।
সম্প্রতি, সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। আসলে এ সব তাঁর পরের ছবি মিনির (Mini) প্রোমোশন। ৬ মে, হলে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে শুধু মিনি নয়, সব বাংলা ছবিই হলে গিয়ে দেখার আর্জি জানালেন অভিনেত্রী।
আগামী জুনেই হইহই করে হইচই তে সৃজিতের ফেলুদা সিরিজ
বন্ধুত্বের কোনও বয়স হয়? হয় না তো? সেই নিয়েই পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhowmik) এই ছবি মিনি। মিনির চরিত্রে অভিনয় করছে, শিশুশিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় । মিমির চরিত্রের নাম তিতলি । মিনি ও তিতলির বন্ধুত্ব পর্দায় কতোটা জমে, তারই অপেক্ষায় দর্শকরাও ।