পুজোর এই কয়েকটা দিন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, সকলেই চেটেপুটে আনন্দ উপভোগে ব্যস্ত থাকেন। আর এর মাঝে নতুন কিছু সৃষ্টির আনন্দ একেবারেই আলাদা। মিমি চক্রবর্তীর পুজোর গানে ইতিমধ্যেই মাতোয়ারা গোটা বাংলা। তবে অষ্টমীতে ফের খুশির খবর দিলেন এই অভিনেত্রী-সাংসদ। ১ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে তাঁর মিউজিক ভিডিও। ফলে পুজোর আনন্দ গায়ে মেখে সেলিব্রেশনে ব্যস্ত মিমি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তিনি।
অভিনয় থেকে রাজনীতি, এই বিপুল কর্মযজ্ঞে নিজের দিকে ততটাও খেয়াল দিতে পারেন না মিমি। তবে ছোট থেকেই গান-পাগল মিমি নিজের বেশকিছু গানের ভিডিও ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা যথেষ্ট প্রশংসিতও হয়েছে নেট দুনিয়ায়। তার মধ্যেই একটি গান ১ মিলিয়ন ভিউ ছাড়াতেই শ্রোতাদের উদ্দেশ্যে বার্তা দেন এই অভিনেত্রী-সাংসদ। তবে মিমির প্রত্যুত্তরে কমেন্ট বক্স ভরে উঠেছে নেটাগরিকদের শুভেচ্ছা বার্তায়।
আরও পড়ুন- Nusrat Jahan : পুজোর ভিড়ে খেলেন ফুচকা, বাজালেন ঢাক, জমজমাট নুসরতের পুজো