টলিউডের ডিভা মিমি চক্রবর্তী । সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ । কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন...খুঁটিনাটি সবই শেয়ার করেন নেটমাধ্যমে । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী । কিন্তু, সেখানে হঠাৎ নেটিজেনদের উদ্দেশে তিনি বললেন, 'দেখে হিংসা করবেন না' । হঠাৎ মিমির মুখে এমন কথা শুনে অবাক অনুরাগীরাও । কেন এমন বললেন মিমি ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
বাগান, গাছ বরাবরই খুব ভালবাসেন মিমি । শিলিগুড়ির বাড়িতে গেলেই সেখান থেকে বাগানের ভিডিও পোস্ট করেন । এর আগে জামরুল গাছে উঠে জামরুল পারতে দেখা গিয়েছিল তাঁকে । এবার মিমির বাড়ির বাগান ভরেছে কমলালেবুতে । তারই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী । ভিডিওতে দেখা যাচ্ছে, গাছ ভর্তি কমলালেবু । আর একটার পর একটা লেবু পেড়েই চলেছেন । তখনই মজার ছলে মিমি বলেছেন, 'এটা দেখে যেন কেউ হিংসা না করে ।'
উল্লেখ্য, রাজনীতি থেকে কার্যত দূরে মিমি চক্রবর্তী । এবার পদ্মাপাড়ে 'তুফান' তুলতে তৈরি নায়িকা । টলিউড, বলিউডের পর ঢালিউডেও দেখা যাবে মিমি ম্যাজিক । বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন টলি ডিভা । সোশ্যাল মিডিয়ায় সিনেমার লুক শেয়ার করে নতুন ছবির ঘোষণা করেছেন অভিনেত্রী ।