ব্যস্ত নায়িকা, তার ওপর আবার সাংসদ। দম ফেলার ফুরসতটুকু পান না মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাকে নিয়ে রোজ পেজ থ্রি ভরা খবর থাকে, কিন্তু মিমির মনের নাগাল পান না কেউ। এবার কি তাই নিয়েই কিছুটা আভাস দিলেন? রূপকথা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে?
সোশ্যাল মিডিয়ায় ঘনঘন নিজের নানা মুহূর্তের ছবি মিমি আপলোড করেন। সম্প্রতি নিজের সে রকমই ছবি ভাগ করেছেন ভক্তদের সঙ্গে, এ পর্যন্ত গল্পটা একইরকম। কিন্তু ক্যাপশনে মিমি লিখেছেন 'ফেয়ারিটেল'...
SSC Scam: নিজস্ব এজেন্টদের মাধ্যমে টাকা তুলতেন কুন্তল, হদিশ মিলল ৮ কোটি টাকার
সাদা-সবুজ অফশোল্ডার গাউনে মিমিকে রাজকন্যাই লাগছে বটে, কিন্তু সেই ফেয়ারিটেলের প্রিন্স চার্মিংটি কে? সেটা আড়ালেই রেখেছেন মিমি।