দেবী এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়িতে। নিজের বাড়ির মায়ের মূর্তি উন্মোচন করেন অভিনেত্রী নিজেই। যার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। পোষ্য, বাড়ির আত্মীয়দের সঙ্গে জমজমাট ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।
পোষ্যকে কোলে নিয়ে মিমি বলছেন, 'ওর এবার প্রথম পুজো'। পর্দা উন্মোচনের পর মায়ের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করেন মিমি। বাড়িতেই পুজো কাটানোর প্ল্যান টলিউড ডিভার। প্রতিমা সাজানো থেকে শুরু করে পুজোর কাজ.. সবই নিজের হাতেই করেন তিনি।
আবাসনের পুজোয় প্রতিমা আসার ছবি শেয়ার করে মিমি লিখেছেন 'মা আজকে আমাদের বাড়ি এল। আমাদের পুজো'।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাকিব খানের (Shakib Khan) সঙ্গে মিমি চক্রবর্তীর প্রথম কাজ, 'তুফান'। সেই ছবি এখন রমরমিয়ে চলছে দুই বাংলায়।