তাঁর সতীর্থদের অনেকেই ওটিটি-তে খাতা খুলেছেন আগেই, এবার মিমি চক্রবর্তীর পালা। বুম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি হিন্দি ওটিটি-তে কাজ করতে চলেছেন মিমি।
‘সেক্রেড গেমস’ খ্যাত বিক্রমাদিত্য মোতওয়ানের নতুন ওয়েবসিরিজ ‘স্টারডাস্ট’। সেখানেই কাজ করবেন মিমি-প্রসেনজিৎ। সঙ্গে থাকছেন বলিউডের অদিতি রাও হায়দারিও।
Aindrila Sharma : ভেন্টিলেশন থেকে বেরোলেন ঐন্দ্রিলা, 'ভাল আছে বলতে ভয় লাগে' লিখলেন সব্যসাচী
বলিউডের টানাপোড়েন, প্রতিদ্বন্দ্বিতা নিয়েই সিরিজের গল্প। চারের দশক থেকে শুরু করে আরও ৪০ বছরের সময়কাল উঠে আসবে পর্দায়। প্রথম সিজ্নে আট থেকে ন’টি এপিসোড থাকবে।
অন্যদিকে শিবপ্রসাদ নন্দিতার 'পোস্ত' ছবির হিন্দি রিমেকেও পরেশ রাওয়ালের সঙ্গে দেখা যাবে মিমিকে।