ভরা বসন্ত, তার সঙ্গে যখন তখন আকাশ ঝেঁপে বৃষ্টি। তার উপর বঙ্গে এখন ভরপুর ভোটের হাওয়া। ২০১৯ সালে, এমন সময় অভিনেত্রী মিমি চক্রবর্তীর দম ফেলার জো ছিল না। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি, এবছর সেসবের বালাই নেই তাঁর। রাজনীতি ছেড়েছেন তিনি। মন দিয়েছেন কাজে। বৃহস্পতিবার, একেবারে নীলাম্বরী ফুলেল শাড়িতে ধরা দিলেন মিমি। কাজল টানা চোখ, কানে কুন্দনের দুল , একটি খোঁপা। পায়ে নুপুর কাড়ছে নজর। এমন এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি। ছবি দেখে অঙ্কুশের কমেন্ট , এবাবা তোকে এত সুন্দর লাগছে কী করে’, বলাই বাহুল্য, একথা মজা করেই বলেছেন অভিনেতা।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী যুবনেত্রী সায়নী ঘোষ। গতবার এই কেন্দ্রে লড়ে, জিতেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিন্তু এবার লোকসভা ভোটের অনেক আগেই মিমি চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন এবার আর ভোটে তিনি লড়তে চান না।