নির্বাচন কমিশনের কাছে ৪০ জন তারকা প্রচারকের নাম পাঠিয়েছে তৃণমূল। তবে সেই তালিকায় নাম নেই দুই বিদায়ী সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের।
২০১৯ সালে মিমি এবং নুসরতকে লোকসভায় টিকিট দিয়েছিল তৃণমূল। মিমি জিতেছিলেন যাদবপুর থেকে৷ নুসরত জয়ী হয়েছিলেন বসিরহাট থেকে। এবার তাঁদের কাউকেই প্রার্থী করেনি তৃণমূল। যাদবপুরে লড়ছেন আর এক অভিনেত্রী সায়নী ঘোষ। বসিরহাটে টিকিট পেয়েছেন ওই আসনেরই প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় নাম ছিল মিমি ও নুসরতের৷ এবার তাঁরা বাদ পড়লেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে তারকা প্রচারকের তালিকায়।